ফ্রান্সে আকস্মিক বন্যায় অন্তত ১৩ জন মারা গেছেন। এদের মধ্যে একজন ঘুমন্ত অবস্থায় ভেসে গিয়ে মৃত্যুবরণ করেন। সোমবার দক্ষিণপশ্চিমাঞ্চলীয় ওদে এলাকায় আকস্মিক অতি বৃষ্টির কারণে সৃষ্ট এ বন্যায় হতবিহ্বল হয়ে পড়েছেন স্থানীয়রা। বিবিসি, রয়টার্স।
ওদের স্থানীয় সরকার প্রধান অ্যালান থিরিওন বলেন, রাতে কয়েক ঘন্টার মধ্যে কয়েক মাসের সমপরিমাণ বৃষ্টিপাতে এ ঘটনা ঘটেছে।আবহওয়া পরিষ্কার হলেই উদ্ধারকারী হেলিকপ্টারগুলো উদ্ধার অভিযান শুরু করবে।

‘দুর্গত মানুষ বাড়ির ছাদে আটকা পড়ে আছে। তাদের উদ্ধারে হেলিকপ্টার ব্যবহার করা হবে, কারণ পানির তীব্র স্রোতের কারণে নৌকা দিয়ে সেখানে যাওয়া যাবে না। খুব বিপজ্জনক অবস্থা,’ বলেন থিরিওন।

থিরিওন জানিয়েছেন, নিহতদের মধ্যে অন্তত একজন ঘুমের মধ্যেই পানির প্রচণ্ড তোড়ে ভেসে গেছেন। সতর্কতা ছাড়া হঠাৎ বন্যার মুখে পড়ে কী করবেন বুঝে উঠতে পারছেন না স্থানীয় বাসিন্দারা। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পানি কয়েকটি বাড়ির দোতালার জানালা পর্যন্ত উঠে গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here