অবাধ সুষ্ঠু ও গ্রহগযোগ্য নির্বাচন, বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দির নিঃশর্ত মুক্তি ও ঐক্যফ্রন্টের ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভা শুরু হয়েছে। বুধবার (২৪ অক্টোবর) দুপুর ২টায় সিলেটের রেজিস্টারী মাঠে এ জনসভা শুরু হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এ সভা শুরু হয়। পরে গীতাপাঠ করা হয়।

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন ড.কামাল হোসেন ও প্রধান বক্তা মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় নেতারা বক্তব্য উপস্থাপন করবেন। সিলেট জেলা বিএনপির সভাপতি আবু তাহের চৌধুরী শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে বক্তার পালা শুরু হয়।

জনসভার ব্যানারেও আছে ‘অবাদ সুষ্ঠু ও গ্রহগযোগ্য নির্বাচন, মাদার অব ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দির নিঃশর্ত মুক্তি ও ঐক্যফ্রন্টের ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভা।’এর আয়োজন করেছে, সিলেট জাতীয় ঐক্যফ্রন্ট।

মাঠের আশপাশে খালেদা জিয়া ও তারেক রহমানের বিশাল আকৃতির ছবি সম্বলিত ব্যানার ফেস্টুন শোভা পাচ্ছে। নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসনের নিশর্ত মুক্তি চান। চান গুম হওয়া নেতা ইলিয়াস আলীন সন্ধান। তবে জনসভায় একটু বাইরে ঐক্যফ্রন্টেরও অনেক ব্যানার ফেস্টুন দেখা যাচ্ছে।

এদিকে সমাবেশে যোগ দিতে মঙ্গলবার সিলেটে এসে পৌঁছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র্র রায়,ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, শামসুজ্জামান দুদু, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনিরুল হক চৌধুরী, আমানউল্লাহ আমান, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ঐক্যফ্রন্ট নেতা সুলতান মোহাম্মদ মনসুর ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার সদস্য সচিব মোস্তফা আমিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here