জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘পরো জনমে দেখা হবে প্রিয়ও, ভুলিও মোরে হেথা ভুলিও’ গানটির ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে একক নাটক ‘হ্যাপি বার্থ ডে মাই লাভ’। আহসান হাবিব সকালের রচনায় এটি পরিচালনা করেছেন শরিফুল ইসলাম শামীম। এটিতে সজলকে দেখা যাবে হাবিব চরিত্রে, সালহা খানম নদী থাকছেন সোনাম এবং  দ্বিপান্নিতা রায়কে দেখা যাবে লায়লা চরিত্রে। নাটকের গল্পে দেখা যাবে, হাবিব ও লায়লার বিয়ে হয়েছে বেশ কয়েক বছর। অল্প ক’দিন যেতে না যেতেই সংসারে অমনযোগী হয়ে ওঠে হাবিব। লায়লার প্রতি হাবিবের অনযোগিতার কারণ খোঁজ করতে গিয়ে দেখে তার স্বামী বিয়ের পূর্বে সোনাম নামে একটি মেয়েকে ভালোবাসতো। ঘটনাচক্রে সোনাম হাবিবের জীবন হতে হারিয়ে গিয়েছে। কিন্তু মন থেকে এখনো হাবিব সোনামকে মুছে ফেলতে পারেনি।

সোনাম হাবিবের জীবন হতে হারিয়ে যাওয়ার দিনটিকে প্রতি বছর তার ভালোবাসার জন্মদিন হিসেবে পালন করে। সেই দিন হাবিব সোনামের সঙ্গে কাটানো সময়গুলোর স্মৃতি ধরে রাখতে, সেসব স্থান পরিদর্শন করে, যেস্থানে তারা এক সময় অন্তরঙ্গ মুহূর্ত কাটিয়েছে। ঘটনাক্রমে হাবিব সোনামের লেখা একটি মেসেজ পায় সেই স্মৃতিময় স্থানে। সোনামকে খোঁজ করতে থাকে। এক সময় আবিষ্কার করে হাবিব সোনামকে। এমনি কিছু রোমান্টিক সাসপেন্স ও ফ্যামিলি ঘাত-সংঘাত নিয়ে এগিয়ে যাবে নাটকের গল্প।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here