নিউইয়র্কে মূলধারার সাথে বাংলাদেশিদের সমাবেশ বৃহস্পতিবার

0
217

বাংলা খবর ডেস্ক : নির্বাচিত প্রতিনিধিগণকে সাথে রেখেই আমাদের এগিয়ে চলার ভিত রচনা করতে হবে- এই স্লোগানে ১ নভেম্বর বৃহস্পতিবার নিউইয়র্কে ব্যতিক্রমধর্মী এক সমাবেশ হচ্ছে।

মার্কিন কংগ্রেস, নিউইয়র্ক অঙ্গরাজ্য, সিনেট, এ্যাসেম্বলী এবং সিটি প্রশাসনের গুরুত্বপূর্ণ কয়েকটি আসনে ১৪ ডেমোক্র্যাট প্রার্থী নিয়ে এ সমাবেশ হবে কুইন্সে ওয়ার্ল্ডফেয়ার মেরিনা পার্টি হলে।

৬ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনেও এসব প্রার্থীকে বিপুল বিজয়ের পথ সুগম করতে বাংলাদেশিদের এ সমাবেশের গুরুত্ব অপরিসীম বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। প্রবাসীদের অধিকার সুরক্ষায় মূলধারায় সম্পৃক্ততার বিকল্প নেই ।

এতে থাকবেন অঙ্গরাজ্য এটর্নী জেনারেল প্রার্থী লেটিশা জেমস, কংগ্রেস প্রার্থী আলেক্সান্দ্রিয়া ওকাসিয়া-করটেজ, ম্যাক্স রোজ, টন শোউজি, গ্রিসেন শার্লি এবং পেরী গারশন, স্টেট সিনেটে জন লু, জেসিকা রামোজ, আলেজান্দ্রা বিয়াগি এবং জুলিয়া সালাজার, স্টেট এ্যাসেম্বলিতে ক্যাটালিনা ক্রুজ, চালূস ফলস, ক্যারিন্স রিইজ এবং মেথিলডে ফ্রন্টুস।
মূলধারায় প্রবাসীদের প্রিয়মুখ মাজেদা এ উদ্দিনের আন্তরিক সহায়তায় এ উদ্যোগ নিয়েছেন ‘আমেরিকা বাংলাদেশ বিজনেস এসোসিয়েশন’-এর নেতা ফাহাদ সোলায়মান। তাকে সার্বিকভাবে সহায়তা করছেন আরএলবি গ্রুপের সিইও আকতার হোসেন বাদল, পিপল এন টেকের সিইও ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ, জেবিবিএর নেতা মহসিন ননী, আমেরিকা বাংলাদেশ বিজনেস এসোসিয়েশনর শীর্ষ কর্মকর্তা আমজাদ হোসেন সেলিম, বিশিষ্ট ব্যবসায়ী ফরিদ আলম, জাকির এইচ চৌধুরী, এটর্ণী সোমা সাঈদ, রাজনীতিক মিজান চৌধুরী।

এ আয়োজনের উপদেষ্টা পরিষদের রয়েছেন জেবিবিএর সভাপতি আবুল ফজল দিদারুল ইসলাম, পরিচালনা পর্ষদের সদস্য হারুন ভূঁইয়া এবং মোহাম্মদ পিয়ার, নর্থবেঙ্গল ফাউন্ডেশনের নেতা হাসানুজ্জামান হাসান, বাংলাদেশ সোসাইটির আহসান হাবি এবং আওয়াল সিদ্দিকী। এনআরবি নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here