ক্রমশ জটিল হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া ব্রেক্সিট। প্রধানমন্ত্রীকে তার পদ থেকে অপসারণ করলেই যে ব্রেক্সিট সহজ হয়ে যাবে, বিষয়টি এমন নয় বলে রোববার জানিয়েছেন ব্রিটিশ সরকার প্রধান থেরেসা মে। ইতোমধ্যেই এই ইস্যুতে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণমন্ত্রী পদত্যাগ করায় মে’র সরকার বিপর্যস্ত হয়ে পড়েছে। সূত্র: বিবিসি

ব্রেক্সিটের খসড়াচুক্তি নিয়ে মে তার ক্ষমতাসিন দল কনজারভেটিভ পার্টি ও বিরোধী দল টরে পার্টির বেশ কয়েকজন এমপির রোষাণলে পড়েছেন। অনেকে তার পদত্যাগও চাইছেন। তাই তিনি এ সপ্তাহেই ইইউ’র সাথে চূড়ান্ত বৈঠকের আগে জোটের সাথে ব্রিটেনের ভবিষ্যত সম্পর্ক কি হবে তা নিয়ে আরো বিস্তারিত ব্যাখ্যা দিতেও চেয়েছেন। সবমিলিয়ে মে এখন চরম সংকট অতিক্রম করছেন এতে কোন সন্দেহ নেই।

উল্লেখ্য, মে তার সরকারের প্রধান কাজ ব্রেক্সিট সম্পন্ন করতে ইতোমধ্যেই একটি খসড়াচুক্তি করা হয়েছে। এই সপ্তাহটি মে সরকারের জন্য খুবই কঠিন হবে বলে তিনি আগেই জানিয়েছিলেন। অন্যদিকে ব্রেক্সিট নিয়ে দীর্ঘসূত্রিতার জন্য ব্রিটেনকে অতিরিক্ত প্রায় ১০বিলিয়ন ইউরো গুণতে হতে পারে বলে ইইউ হুমকি দিয়ে রেখেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here