সমাজ বাস্তবতার চিরাচরিত কিছু চরিত্র, চলমান কিছু ঘটনা ও গ্রামীণ সমাজের বর্তমান প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘পিরিতপুর’। আগামী ৫ই ডিসেম্বর থেকে প্রতি বুধ ও বৃহস্পতিবার রাত ৮টায় এশিয়ান টিভিতে প্রচারিত হবে নতুন এই ধারাবাহিক নাটকটি। আশরাফী  মিঠু ও মোবারক হোসেনের রচনায় ‘পিরিতপুর’ ধারাবাহিক নাটকটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা ইফতেখার ইফতি। নাটকটি সম্পর্কে পরিচালক ইফতেখার ইফতি বলেন, সময়ের পরিক্রমায় মানুষ নানা ধরনের কুসংস্কারে বিশ্বাসী হয় কিন্তু সময়ের তালে তানা নিজেকে পরিবর্তন করতে পারে না। আবার সমাজের কিছু অসৎ লোক চারদিকে বিভ্রান্তি ছড়ায়। ঠিক তেমনি পিরিতপুর গ্রামটিতে এমন কিছু লোক আছে যারা নিজ স্বার্থ রক্ষায় অনেক কিছু করে যাচ্ছে আবার কেউ কেউ মানুষ ও সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে। দেশের অন্যান্য গ্রামের মতো সবুজ ছায়ায় গড়ে ওঠা পিরিতপুর গ্রামটি সকল বাধা বিপত্তি পেরিয়ে কিভাবে উত্তরণ ও সমাধানের পথ খুজে পেয়েছে সেই গল্পই তুলে ধরা হয়েছে আমাদের ধারাবাহিক নাটকে। ক্রিয়েটিভ ফিল্মস পরিবেশিত নাটকটি প্রযোজনা করেছেন সুব্রত পাল।

সিনেমায়া প্রোডাকশন ও রির্সাচ ইঞ্জিন প্রযোজিত ‘পিরিতপুর’ নাটকে অভিনয় করেছেন আবুল হায়াত, মনিরা মিঠু , শেলী আহসান, শ্যামল মাওলা, আ খ ম হাসান, নাদিয়া, শিশির আহমেদ, ফারুক আহমেদ, সোহেল খান, শফিক খান দিলু, সানজিদা তন্ময়, হিমে হাফিজ, সানজিদা তন্নি, জামাল রাজা, আদনান, সিদ্দিকুর রহমান, নিশা, নিকুল, পাপিয়াসহ আরো অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here