যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে সোমবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প প্রয়াত প্রেসিডেন্ট জর্জ এইচ. ডব্লিউ. বুশের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। খবর এএফপি’র। ট্রাম্প প্রয়াত বুশের প্রতি শ্রদ্ধা জানাতে ওয়াশিংটনের সমাধিস্থলে সংক্ষিপ্ত সফরে যান।

যুক্তরাষ্ট্রের ৪১তম প্রেসিডেন্টকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সম্মান জানানোর জন্য তার লাশবাহী কফিনকে রাষ্ট্রীয়য় মর্যাদায় জাতীয় পতাকায় মুড়ে রাখা হয়েছে।

বুধবার ওয়াশিংটন ন্যাশনাল ক্যাথেড্রালে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য অনুষ্ঠান হবে। ২০০৬ সালের পর এই প্রথম কোন মার্কিন প্রেসিডেন্টের শেষকৃত্য অনুষ্ঠিত হচ্ছে। ওই বছর জেরাল্ড ফোর্ড মারা যান।

ট্রাম্প বুধবার জাতীয় শোক দিবস ঘোষণা করেছন। তিনি শেষকৃত্যে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ট্রাম্পের সঙ্গে বুশ পরিবারের প্রায়ই মতবিরোধী দেখা দিত।

সোমবার ট্রাম্প টুইটারে বলেন, ‘আমি প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশের প্রতি সম্মান জানাতে বুশের পরিবারের পাশে থাকতে চাই।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here