তিনি কোচিং করান মাইকে !

0
516


রোজিনা ইসলাম:

রাজধানীর শাহজাহানপুরের একটি ‘গ্যারেজে’ মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একজন ইংরেজী শিক্ষক ১৫০ জন শিক্ষার্থীকে কোচিং করায় । এই কোচিং করা অনেকটা বাধ্যতামূলকই বলা যায় । ১২০০-১৫০০ শিক্ষককে কোচিং ফি দিতে হয় । নিশচয়ই প্রশ্ন জাগছে এতজনকে একসাথে কীভাবে তিনি পড়ান ? আরে ভাই মাইক (🎤) দিয়ে তিনি সেই ভাষণ দেন । সেখানে গেলে শুধু মাইকে চিৎকার শুনবেন। অভিযোগ আছে তার কাছে না পড়লে নাকি ফেল করিয়ে দেয় । তো উনি সকুলে কী করেন সেটা খুব জানতে ইচ্ছে করছে আমার? ‘মাইকে বলা’ প্র্যাকটিস করেন নাকি!! ধাঁধা রইলো এই পন্ডিত শিক্ষকের নামটা কী? শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা কী তাকে পুরস্কার দেবেন? নাকি আপনারা কানে তুলো দিয়ে রাখবেন? দুদকের কী কিছু করার আছে?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here