অন্য দেশের টাকায় চীন নিজেদের উন্নয়ন করবে না বলে অঙ্গীকার করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিংপিং। কাউকে চীনের অর্থনৈতিক উন্নয়নের পথে কর্তৃত্ব করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। চীনে অর্থনৈতিক সংস্কারের ৪০ বছর উপলক্ষে দেয়া বক্তৃতায় এ মন্তব্য করেন তিনি। বিবিসি।

শি বলেন, ‘অর্থনৈতিক অগ্রগতি সত্ত্বেও বিশ্বজুড়ে একক আধিপত্য করার চেষ্টা কখনও করবে না চীন।’ ‘মানবজাতির সম্মিলিত উন্নতি’র লক্ষ্যে নিজেদের অবদানের কথাও তুলে ধরেন তিনি।

চার দশক আগে চীনের নেতা দেং জিয়াওপিং ‘সংস্কার ও মুক্তকরণ’ নীতি চালু করেছিলেন। তার নীতিতে চলেই বিশ্বের দ্বিতীয় অর্থনৈতিক শক্তি হতে পেরেছে চীন। এ উপলক্ষে দেয়া বক্তৃতায় শি বলেন, ‘আমাদেরকে বলে দিতে হবে না আমরা কীভাবে উন্নয়ন করবো।’

তবে দীর্ঘ বক্তৃতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে চলা বাণিজ্য যুদ্ধ প্রসঙ্গটি উত্থাপন করেন শি জিংপিং। দেং এর নীতি অনুসরণ করে দারিদ্র্য সীমা থেকে চীনের কোটি কোটি মানুষকে বের করে আনতে পেরেছে দেশটির কমিউনিস্ট সরকার। তবে বর্তমানে আকাশচুম্বি ঋণের বোঝা ও ধীর গতির প্রবৃদ্ধি ভাবিয়ে তুলেছে চীনা ‘কমরেডদের’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here