সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশিরের পদত্যাগের দাবিতে রাজধানী খার্তুমে ব্যাপক বিক্ষোভ চলছে। প্রেসিডেন্টের প্রাসাদ অভিমুখে মিছিল নিয়ে যাওয়া হাজারো মানুষের ওপর টিয়ার গ্যাস ছুঁড়েছে পুলিশ। অভিযোগ, বিক্ষোভ দমন করতে পুলিশ সরাসরি গুলিবর্ষণ করছে। দেশটির কর্মকর্তারা বলছেন, চলমান বিক্ষোভে অন্তত ১২ জন নিহত হয়েছে। কিন্তু মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি’র দাবি, ৩৭ জন বিক্ষোভকারী নিহত হওয়ার রিপোর্ট পেয়েছে তারা।

সুদানে গত ২৭ বছর ধরে ক্ষমতায় রয়েছেন প্রেসিডেন্ট ওমর আল বশির। বশিরের পদত্যাগের দাবিতে আন্দোলন আরো বেগবান হচ্ছে।
এদিকে, পদত্যাগের দাবি নাকচ করে দিয়েছেন প্রেসিডেন্ট বশির। তবে তিনি অর্থনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানা গেছে।

গত এক সপ্তাহ ধরে সুদানে ব্যাপক বিক্ষোভ চলছে। গত কয়েকদিনে বিক্ষোভাকারীদের সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় প্রেসিডেন্টের পদত্যাগের দাবি জোরালো হচ্ছে। মঙ্গলবার খার্তুমে বিক্ষোভের ডাক দেয় পেশাজীবীদের অ্যাসোসিয়েশন। এতে সমর্থন জানায় দেশটির অন্যতম প্রধান বিরোধী দল ন্যাশনাল উম্মাহ পার্টি। প্রেসিডেন্ট প্রাসাদ অভিমুখে মিছিল নিয়ে তার পদত্যাগের আহ্বান সম্বলিত স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেয় বিক্ষোভকারীরা।

প্রসঙ্গত, সুদানে ১৯৮৯ সালে এক সামরিক অভুত্থানে ক্ষমতায় আসেন প্রেসিডেন্ট ওমর আল বশির। বশিরের বিরুদ্ধে দারফুরে বেসামরিক মানুষের ওপর গণহত্যা, ধর্ষণ ও নিপীড়নের অভিযোগ রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here