বাংলাদেশি শান্তিরক্ষীদের ভূয়সী প্রশংসা করেছেন জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জিন পিয়ের ল্যাক্রিক্স।

হেগে দুই দিনব্যাপী শান্তিরক্ষায় প্রস্তুতিমূলক সম্মেলনে শান্তি মিশনে বাংলাদেশের ভূমিকার ওই প্রশংসা করেন বলে মঙ্গলবার জার্মানির বাংলাদেশ দূতাবাস জানিয়েছে। খবর ইউএনবির।

আন্ডার সেক্রেটারি জেনারেল ল্যাক্রিক্স বলেন, সেনা ও পুলিশ পাঠিয়ে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

বাংলাদেশের রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত শান্তিরক্ষা প্রশিক্ষণ কেন্দ্র বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংয়ের (বিপসট) মানসম্মত প্রশিক্ষণের প্রশংসাও করেন ল্যাক্রিক্স।

শান্তিরক্ষাবিষয়ক প্রস্তুতিমূলক এ সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৭০ দেশ যোগ দেয়। আর সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলকে নেতৃত্ব দেন রাষ্ট্রদূত শেখ মোহাম্মাদ বেলাল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here