করোনা শনাক্তে বাংলাদেশকে ৫০০ কিট উপহার

0
52

বাংলা খবর ডেস্ক: করোনাভাইরাস শনাক্তে বাংলাদেশকে ৫০০ কিট দিচ্ছে চীন। অন্যদিকে চীনকে মাস্ক, গ্লাভস উপহার দিয়েছে বাংলাদেশ।

রোববার (১৬ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। এসময়
ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে চীনের রাষ্ট্রদূত বলেন, করোনাভাইরাস শনাক্তে চীন সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে ৫০০ কিট উপহার দেয়া হয়েছে। এসব কিট দিয়ে ভাইরাস শনাক্ত করা সম্ভব হবে। আগামী দুদিনের মধ্যে কিটগুলো বাংলাদেশে পৌঁছাবে।

এ সময় রাষ্ট্রদূত চীন সরকারের দেয়া এই উপহারের কপি পররাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, করোনাভাইরাস নিয়ে সমবেদনা প্রকাশ করে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানান, চীন সরকারকে মাস্ক, গ্লাভস উপহার দিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী চীনা রাষ্ট্রদূতকে প্রধানমন্ত্রীর দেয়া চিঠি হস্তান্তর করেন।

উল্লেখ্য, চীনের উহানে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম ধরা পড়ে। এ পর্যন্ত ১৬৬৫ জন এই ভাইরাসে মারা গেছেন, যার বেশিরভাগ চীনা নাগরিক। আর বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৬৯ হাজারের কিছু বেশি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here