টানা তিন মেয়াদে আওয়ামী লীগ সরকারের নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকের শুরুতে মন্ত্রিসভার সদস্যদের উদ্দেশে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিগত সরকার দেশের যে অগ্রযাত্রা শুরু করেছিল, মন্ত্রিসভার সদস্যদের তা এগিয়ে নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

সরকারপ্রধান বলেন, ‘যে অগ্রযাত্রা আমরা শুরু করেছি, সেটা আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের আগে যে মন্ত্রিসভা ছিল, আমরা যে কাজগুলো করতে পেরেছিলাম, বিগত সরকারের আমলে আমরা যে কাজগুলো শুরু করেছিলাম, সেই কাজের ধারাবাহিকতা বজায় রেখে চলতে হবে এবং দেশকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী।’

মন্ত্রিসভার সদস্যদের নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জনগণের প্রতি সরকারের যে দায়িত্ব, তা গুরুত্বের সঙ্গে পালন করতে হবে। তিনি বলেন, ‘সিনসিওরিটি অব পারপাস এবং অনেস্টি অব পারপাস—এ দুটি কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মন্ত্রিপরিষদ সব সময় এই কথাটি মনে রেখে যে কাজটি করবেন, সেটি নিষ্ঠা ও সততার সঙ্গে করবেন।’

‘প্রতিটি কাজ নিষ্ঠার সঙ্গে করতে হবে, এই কথাটা মনে রাখতে হবে। জনগণের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে। সেই কর্তব্য পালন করতেই আমরা এখানে এসেছি। সততার সঙ্গে কাজ করলে সততার শক্তি অপরিসীম। সেটা আমরা বারবার প্রমাণ করতে সক্ষম হয়েছি।’

বৈঠকের শুরুতে সদ্য প্রয়াত আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here