ফ্রান্স ও কার্ডিফের মাঝে ইংলিশ চ্যানেল অতিক্রমের সময় এক ইঞ্জিনের ছোট একটি বিমান নিখোঁজ হয়ে যায়।

রাডারের বাইরে চলে যাওয়া ওই বিমানে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব কার্ডিফ সিটির আর্জেন্টাইন স্ট্রাইকার এমিলিয়ানো সালা ও পাইলট ডেভিড ইবটসন ছিলেন।

তবে বাজে আবহাওয়ার কারণে কয়েক ঘণ্টার মধ্যে অনুসন্ধান কার্যক্রম স্থগিত করা হয়। স্বল্পসময়ের উদ্ধার তৎপরতায় কেবল বিমানের কিছু ধ্বংসাবশেষ পাওয়া যায়।

আশঙ্কা করা হচ্ছে- আর্জেন্টাইন স্ট্রাইকার সালা সম্ভবত ওই বিমান দুর্ঘটনায় মারা গেছেন।

নিখোঁজ আর্জেন্টাইন ফুটবলার এমিলিয়ানো সালা জীবিত আছেন বলে দাবি করেছেন তার সাবেক প্রেমিকা বেরেনাইস স্কার।

ইউরোপের ইংলিশ চ্যানেলের একটি দ্বীপে তিনি নিখোঁজ বিমান নিয়ে আটকে আছেন বলে দাবি ওই তরুণীর।

তিনি বলেন, আমি আশায় আছি- সে আসবে। জানাবে সে জীবিত আছে। সম্ভবত সে একটি দ্বীপে আটকা পড়ে আছে। সে উধাও হয়ে যেতে পারে না। ২৮ বছর বয়সী আর্জেন্টাইন স্ট্রাইকার সালাকে ফরাসি ক্লাব নঁতে থেকে ১৫ মিলিয়ন ইউরোতে নিজেদের দলে ভিড়িয়েছিল কার্ডিফ সিটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here