আফ্রিকান দেশ জিবুতির উপকূলে দুটি নৌকা ডুবে ১৩০ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ ও অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বরাতে আল-জাজিরা এমন খবর দিয়েছে।

নিখোঁজদের উদ্ধারে কোস্ট গার্ডের অভিযান চলছে। দুটি পেট্রোল বোট দিয়ে এ অভিযান পরিচালিত হচ্ছে।

উত্তাল সাগরে অতিরিক্ত যাত্রী বোঝাই নৌকা দুটি মঙ্গলবার ডুবে গেছে। আইওএমের মুখপাত্র জোয়েল মিলম্যান জানিয়েছেন, নৌকা দুটি ইয়েমেনের দিকে যাচ্ছিল।

উত্তরপূর্ব জিবুতির ম্যানগ্রোভ অঞ্চল গোদোরিয়া উপকূলে নৌকা দুটি ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে।

আইওএম জানায়, স্থানীয় অধিবাসীরা অবগত করলে সেখানকার পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দুজনকে জীবিত উদ্ধার করেছে। এ ছাড়া তিন নারী ও দুই পুরুষের লাশ পড়ে থাকতে দেখেছেন তারা।

আইওএমের কর্মীরা ১৮ বছর বয়সী জীবিত এক তরুণকে শনাক্ত করেছেন। ওই তরুণ প্রথম নৌকার ১৩০ যাত্রীর মধ্যে ছিলেন। কিন্তু তার কাছ থেকে দ্বিতীয় নৌকার কোনো তথ্য পাওয়া যায়নি।

মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোতে অভিবাসনপ্রত্যাশী আফ্রিকানরা ওই দেশগুলোতে যাওয়ার জন্য ইয়েমেনকে প্রবেশপথ হিসেবে ব্যবহার করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here