চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরহাদ হোসেন আজাদসহ আরও কয়েকজন নেতা বিমানবন্দরে মির্জা ফখরুলকে বিদায় জানান।

ফরহাদ হোসেন আজাদ যুগান্তরকে বলেন, বিএনপি মহাসচিবের সঙ্গে তার স্ত্রী রাহাত আরা বেগমও সিঙ্গাপুর গেছেন। সিঙ্গাপুরের একটি হাসপাতালে মহাসচিব চিকিৎসা নেবেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত বছরের ৮ ফেব্রুয়ারি কারাবন্দি হওয়ার পর থেকে দলকে ঐক্যবদ্ধ রাখতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন মির্জা ফখরুল। নানা প্রতিবন্ধকতার মধ্যেও দেশের বিভিন্ন স্থানে প্রচারের নেতৃত্ব দেন তিনি।

বিএনপি নেতারা জানান, নির্বাচনসহ নানা ব্যস্ততার কারণে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিয়মিত চিকিৎসা ব্যাহত হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো নয়। তাই চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুর গেছেন। তার দেশে ফেরার বিষয়টি চিকিৎসার ওপর নির্ভর করছে।

এর আগেও একাধিকবার উন্নত চিকিৎসার জন্য বিএনপি মহাসচিব সিঙ্গাপুর যান। সর্বশেষ ২০১৭ সালের ২৮ মার্চ সিঙ্গাপুর যান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here