এটা অসম্ভব কল্পনা নয়। প্রযুক্তির এই দুনিয়ায় রাস্তায় যানজট এড়িয়ে বাস এখন আকাশে উড়বে। এটা কিন্তু সাধারণ বাস নয়, এটা দোতলা বাস। তবে এ বাসটি কিন্তু বাংলাদেশের জন্য নয়। শনিবার ভারতীয় একটি গণমাধ্যমে খবরটি প্রকাশিত হয়।

ভারত সরকারের এই পরিকল্পনার কথা জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী নিতিন বলেন, ভারতে উড়ন্ত ডাবল ডেকার বাস অর্থাৎ দোতলা বাস আনার পরিকল্পনা চলছে। এতে যানজটের সমস্যা মিটবে। ভাড়া কেমন হবে এ প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় মন্ত্রীর কথায় তা জানা গেল।মেট্রোরেলের ভাড়ার তুলনায় টিকিটের দাম কম হবে।

নিতিন গডকরি এই পরিকল্পনার কথা জনিয়ে বলেন, শুধু দোতলা বাসই নয়; এয়ার বোর্ট আনার পরিকল্পনার কথাও জানান।অস্ট্রেলিয়া থেকে এই এয়ার বোর্ট কেনা হবে। এই এয়ার বোর্টটি জলের ভেসে ও আকাশে উড়ে যেতে পারবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here