মাদারীপুর শহরের পুরানবাজার এলাকায় মুক্তনগর মদীনাতুল উলুম মাদরাসার ছাত্র মো. ইউসুফকে (৯) থুথু চেটে খাওয়ানোর অভিযোগ উঠেছে হাফেজ মেজবাহ নামে এক মাদরাসার শিক্ষকের কিরুদ্ধে। তিনি একই মাদরাসার শিক্ষক।সোমবার (১১ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনাটি জানাজানি হলে অভিবাকদের মাঝে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

একাধিক সূত্রে জানা গেছে, শ্রেণিকক্ষে পড়ানোর সময় কথা বলায় ক্ষিপ্ত হয়ে মো. ইউসুফ নামে এক ছাত্রকে বাথরুমে নিয়ে থুথু ফেলে সেই থুথু চেটে খেতে বাধ্য করে। পরে ওই ছাত্রের অভিবাবকসহ অন্য অভিবাবকদের মাঝে বিষয়টি জানাজানি হলে ক্ষোভের সৃষ্টি হয়। এ সময় পরিস্থিত বেগতি দেখে ওই শিক্ষক মাদরাসা থেকে পালিয়ে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মাদরাসার ওই ছাত্র জানায়, আমি কথা বলার কারণে হুজুর আমাকে থুথু চেটে খেতে বাধ্য করেছে। এ ছাড়াও বিভিন্ন সময় ছাত্রদের সাথে খুবই খারাপ আচরণ করা হয়।

মাদরাসার প্রতিষ্ঠাতা মাওলানা মাহমুদ উল্লাহ বলেন, ঘটনাটি জানার পরে আমার ওই শিক্ষককে ভৎসনা করেছি। তার বিচার করা হয়েছে। ঘটনাটি খুবই দুঃখজনক।
মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. কামরুল হাসান বলেন, ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here