নিউজিল্যান্ডের মাটিতে জয়ের খরা কাটানোর মিশনের শুরুতেই হোঁচট খেয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। নেপিয়ারে প্রথম ম্যাচে স্বাগতিকদের কাছে আট উইকেটে হেরেছিল বাংলাদেশ। শনিবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে মাশরাফি বিন মুর্তজার দল। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত ৪টায় (১৬ ফেব্রুয়ারি) শুরু হবে ম্যাচটি।

প্রথম ম্যাচ হেরে তিন ম্যাচের সিরিজে ১-০ তে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। কালকের ম্যাচটি তাই বাংলাদেশের জন্য সিরিজে ফেরার লড়াই। সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যেই কাল মাঠে নামবে টাইগাররা। এই ম্যাচে হারলেই সিরিজ হেরে যাবে সফরকারী দল। ইতোমধ্যে গতকাল ক্রাইস্টচার্চে পৌঁছে গেছে বাংলাদেশ।

দলের ম্যানেজার খালেদ মাসুদ পাইলট গতকাল জানিয়েছেন, ‘আমরা ক্রাইস্টচার্চে পৌঁছে গেছি। ক্রাইস্টচার্চে আমরা দল হিসেবে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর।’ পাইলট বলেছেন, ভ্রমণ ক্লান্তি অনেকটাই কেটে গেছে। ক্রিকেটাররা পর্যাপ্ত বিশ্রাম পেয়েছেন। কন্ডিশনে মানিয়ে নিচ্ছেন ধীরে ধীরে। ক্রাইস্টচার্চে সম্মিলিত পারফরম্যান্সের দিকেই নজর বাংলাদেশের।

পাইলট বলেছেন, ‘শেষ ম্যাচে আমরা হেরেছি। আমাদের অনেকেই লম্বা ভ্রমণের ক্লান্তিতে ছিল, পর্যাপ্ত বিশ্রাম পায়নি। কন্ডিশনে মানিয়ে নিতে পারেনি। এখন আমরা ভালো বিশ্রাম পেয়েছি এবং ক্লান্তি কাটিয়ে উঠেছি। আমরা বিশ্বাস করি, আমরা ভালো কিছু করতে পারবো আগামী ম্যাচে।’

প্রথম ম্যাচ হারা বাংলাদেশ জয়ের ছকই কষছে দ্বিতীয় ম্যাচকে ঘিরে। নেপিয়ারে তামিম-মুশফিকরা ব্যর্থ হলেও মিঠুন-সাইফউদ্দিনের ব্যাটে লড়েছিল বাংলাদেশ। কাল টপঅর্ডারে বড় ইনিংস চায় বাংলাদেশ। সঙ্গে বোলিংটা আরও নিয়ন্ত্রিত হলে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডকে বড় চ্যালেঞ্জ জানানো সম্ভব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here