নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের আগে মোস্তাফিজুর রহমানের ইকোনমি কোনো ম্যাচেই ৮ ছাড়ায়নি। ওয়ানডে ক্যারিয়ারে আগের ৪২ ম্যাচে ৭৫ উইকেট পাওয়া মোস্তাফিজ সর্বোচ্চ দু’বার ৬৩ রান দেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেই মোস্তাফিজই গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে ১০ ওভারে ৯৩ রানের খরুচে বোলিং করেন। বাউন্ডারির মার খান ১২ বার (১০টি চার, ২টি ছক্কা)। উইকেট নেন ২টি। আর ৯ বছর পর বাংলাদেশের কোনো বোলার ওয়ানডেতে ৯০-এর ওপর রান দিলেন। আরেকটু হলে বাংলাদেশের হয়ে ওয়ানেডেতে সবচেয়ে ব্যয়বহুল বোলিংয়ের রেকর্ড হয়ে যেত। ২০১০ সালে বার্মিংহামে ইংল্যান্ডের বিপক্ষে ৯ ওভারে ৯৭ রান দিয়েছিলেন পেসার শফিউল ইসলাম।

ওয়ানডেতে বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে ভালো বোলিং করা মেহেদী হাসান মিরাজের (৯ ওভারে ৪৩ রান) চেয়ে বেশি ডট বল দিয়েছেন মোস্তাফিজ (২৩)। অর্থাৎ ৯৩ রান আসে ৩৭ বলে!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here