নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টন টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট ২৩৪ রানে। ব্যাট হাতে দুর্দান্ত তামিম ইকবাল তুলে নিয়েছেন ক্যারিয়ারের নবম সেঞ্চুরি। বাহাতি ওপেনার ১২৬ রানের ইনিংসে খেলেছেন ১২৮টি বল। টসে হরে ব্যাট করতে নামে সফরকারীরা। ব্যাটিংয়ে নেমে ভাল শুরু এনে দেয় টাইগার ওপেনাররা। দুজন মিলে গড়েন ৫৭ রানের জুটি। ট্রেন্ট বোল্টের বলে পরিস্কার বোল্ড আউট হয়ে সাজঘরে ফেরেন ওপেনার সাদমান ইসলাম। পরে নিয়মিত বিরতিতে উইকেট খোয়াতে থাকে টাইগারা।

তবে ব্যাট হাতে এক প্রান্ত আগলে রাখেন টাইগার ওপেনার তামিম ইকবাল। অনেকটা ওয়ানডে মেজাজে খেলে ১২৬ রান তোলে এই টাইগার ব্যাটসম্যান। ইনিংসে ২১টি চার ও একটি ছক্কা হাকিয়েছেন তিনি। তবে, তামিমকে যোগ্য সঙ্গ দিতে পারেনি কেউই। মুমিনুল হক (১২), মাহমুদুল্লাহ রিয়াদ (২২), লিটন দাস (২৯) ও মেহেদী মিরাজ (১০) রান করেন। ওয়ানডে সিরিজে দুর্দান্ত মিঠুনের ব্যাট থেকে এসেছে মাত্র ৮ রান। নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ পাঁচ উইকেট শিকার করেছেন নিল ওয়াগনার। তিন উইকেট টিম সাউদির।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here