ঢাকার মিরপুর ১৪ নম্বর সেকশনে দুটি বস্তিতে আগুন লেগে প্রায় এক হাজার ঘর পুড়ে গেছে। রাত দেড়টার দিকে এই ভয়াবর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট রাত সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস অধিদপ্তর জানায়, আগুন নিয়ন্ত্রণে এলেও সকাল পর্যন্ত ডাম্পিংয়ের কাজ চলছিল। কারও হতাহত হওয়ার খবর আমরা পাইনি। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানা যাবে।

সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, সেখানে দুটি বস্তি আছে। একটি আবুলের বস্তি নামে পরিচিত, অন্যটি জাহাঙ্গীরের বস্তি। আবুলের বস্তির ক্ষতি হয়েছে বেশি।
সব মিলিয়ে এক রাতের আগুনে প্রায় এক হাজার ঘর পুড়ে গেছে বলে জানিয়েছেন ভাষানটেক থানার ওসি।
গত ২০ ফেব্রুয়ারি চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের অগ্নিকাণ্ডে অন্তত ৬৯ জনের মৃত্যু হয়।

এর এক সপ্তাহের মাথায় মিরপুরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here