“ মানুষের চলাফেরার ভাবে ভোটের চিহ্ন নেই “

0
87
ভোটারের জন্য অপেক্ষা সবার ( ফটো ক্রেডিট আফরিন ফেসবুক)

নঈম নিজাম:
সকালে এক ভাতিজা ফোনে জানালো, বনানীতে তার মোটর সাইকেল আটক করেছে পুলিশ। বললাম, হেলমেট ছাড়া চলাফেরা কেনো করিস? কাগজপত্র সাথে রাখিস না কেন? গাড়ির কাগজপত্র ছাড়া চলাফেরা করলে জরিমানা দিতে হয়। ভাতিজা বলল, ওসব কোনটাই না। হেলমেট, কাগজ সব ঠিক আছে। সমস্যা অন্যখানে। কাল ঢাকা উত্তর সিটিতে ভোট। পত্রিকায় সকালে কোনো খবর তার চোখে পড়েনি। টিভিগুলোরও কোনো উৎসাহ নেই। মানুষের চলাফেরার ভাবে ভোটের চিহ্ন নেই। প্রার্থীরাও যেন কেমন নিরুৎসাহী। তাই তার মনে ছিল না। বাসা থেকে বের হয়ে বনানী যাওয়ার পর পুালিশ জানাল, মোটর সাইকেল চলাচল নিষেধ এই অঞ্চলে। কারণ ভোট। তাই মোটর সাইকেল আটক ! আমি বললাম,এত বড় একটা ভোট তুমি জান না এটাই বড় অপরাধ । ভাতিজা বললো, আপনাকে ফোন না দিয়ে আপনার ক্রাইম রিপোর্টারকে দিলে ভালো করতাম!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here