ইরাকে আটক ইসলামিক স্টেটের বিদেশি জিহাদিদের মৃত্যুদণ্ড দেয়া হতে পারে। এমন আভাষই দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বারহাম সালিহ। আবু-ধাবি ভিত্তিক সংবাদ মাধ্যম দি ন্যাশনালকে দেয়া এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেছেন। এ খবর দিয়েছে আল-জাজিরা।
শুক্রবার ওই সাক্ষাতকারে সালিহ বলেন, আইএস জঙ্গিদেরকে ইরাকের আইন অনুযায়ী বিচার করা হবে। ইরাকের সাধারণ মানুষ হত্যার দায়ে তাদেরকে মৃত্যুদণ্ড দেয়া হবে।

তিনি আরো বলেন, ইরাকের আইনে মৃত্যুদণ্ড বহাল রয়েছে এবং আমরা এ আইন প্রয়োগ করতে চাই। গত মাসে ইরাকের সেনাবাহিনী জানিয়েছে যে, সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স তাদের কাছে প্রায় ২৮০ আইএস জঙ্গিকে হস্তান্তর করেছে। এদের মধ্যে রয়েছে বিদেশি জঙ্গিরাও।

এরকম আরো ৫০০ জঙ্গিকে পাঠানোর কথা চলছে। ইরাকের প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহদি তখন বলেছিলেন, ইরাক বিদেশী জঙ্গিদের তাদের দেশে পাঠানোর চেষ্টা করবে। ব্যর্থ হলে ইরাকি আইনেই তাদের বিচার করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here