নেপালে ঝড়বৃষ্টিতে অন্তত ২৫ জনের মৃত্যু এবং শতাধিক লোক আহত হয়েছেন। দেশেটির দক্ষিণাঞ্চলের বেশ কিছু গ্রামে ঝড় আঘাত হেনেছে। ঝড়ের কারণে এসব এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। রোববার রাতে রাজধানী কাঠমান্ডু থেকে ১২০ কিলোমিটার দক্ষিণের বারা ও পারসা জেলার ওপর দিয়ে তীব্র ঝড়বৃষ্টি বয়ে গেছে। ক্ষতিগ্রস্ত অনেক দুর্গম এলাকায় উদ্ধারকারীরা এখনও পৌঁছাতে পারেননি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী খাদগা প্রসাদ অলি জানিয়েছেন, তিনি ২৫ জনের মৃত্যু এবং চারশ জন আহত হয়েছে বলে খবর পেয়েছেন। পুলিশ কর্মকর্তা সানু রাম ভত্তারাই বলেছেন, নিজেদের বাড়ি-ঘরের দেয়াল ভেঙে বা অন্যান্য ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েই অনেকের মৃত্যু হয়েছে।

ঝড় ও বজ্রপাতের কারণে বেশ কিছু এলাকায় গাছ, বৈদ্যুতিক ও টেলিফোনের খুঁটি উপড়ে পড়ায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here