নুসরাত হত্যার প্রতিবাদে উত্তপ্ত ফেনী

0
108

মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার প্রতিবাদে আজ মঙ্গলবারও উত্তপ্ত ছিল ফেনী শহর। ফেনীর ট্রাংক রোডস্থ শহীদ মিনার চত্বরে মানববন্ধন করে বিভিন্ন সামাজিক, ব্যবসায়িক ও সাংস্কৃতিক সংগঠন।

সকালে ফেনী শহর ব্যবসায়ী সমিতির উদ্যোগে মানববন্ধনে সভাপতিত্ব করেন ব্যবসায়ী সমিতির সভাপতি মোশারফ হোসেন।

এসময় বক্তারা নুসরাতের শ্লীলতহানি ও হত্যার ঘটনায় সোনাগাজী সিনিয়রি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাসহ সকল অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। কোনোভাবে যেন মামলা ভিন্ন খাতে প্রবাহিত না হয় সে জন্য সরকারের সুদৃষ্টি কামনা করেন তারা।

গত ৬ এপ্রিল সকালে নুসরাত আলিমের আরবি পরীক্ষা (প্রথমপত্র) দিতে গেলে মাদ্রাসায় দুর্বৃত্তরা তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় দগ্ধ নুসরাত ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৫ দিন পর বুধবার রাতে মারা যায়।

বৃহস্পতিবার বিকালে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এ ঘটনায় মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাকে প্রধান আসামি করে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামি করে নুসরাতের ভাই নোমান মামলা দায়ের করেন। ওই মামলায় এজাহার নামীয় ৭জনসহ এ পর্যন্ত ১৪জনকে গ্রেফতার করেছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here