বার্সেলোনা হারলে মেসিকে দোষী করা হয় না: রোনালদো

0
613

নিউজ ডেস্ক: বার্সেলোনার ব্যর্থতার জন্য লিওনেল মেসিকে দায়ী না করার প্রবণতায় ক্ষুব্ধ ব্রাজিলের কিংবদন্তী ফুটবলার রোনালদো। তিনিও একসময় বার্সেলোনার হয়ে খেলেছেন। তার দাবি, বার্সা জিতলে তার সব কৃতিত্ব মেসিকে দিলেও হারলে কোচ ও দলের অন্যান্য খেলোয়াড়দের দায়ী করা হয়।

চ্যাম্পিয়নস লিগে গত মঙ্গলবার দিবাগত রাতে স্বপ্নভঙ্গ হয় বার্সেলোনার। অ্যানফিল্ডের ফিরতি লেগে ঘুরে দাঁড়িয়ে দুই লেগ মিলে ৪-৩ ব্যবধানে এগিয়ে থেকে ফাইনালে উঠে লিভারপুল। ক্যাম্প ন্যুয়ের প্রথম লেগে মেসির জোড়া গোলে ৩-০ ব্যবধানে জিতেছিল বার্সা।

মার্কাকে দেয়া সাক্ষাৎকারে রোনালদো বলেন, বার্সেলোনা সেরা একটি দল, তাদের মেসির মতো বিশ্বসেরা ফুটলার আছে। যখন তারা জিতে তার সবটুকু কৃতিত্ব মেসিকে দেয়া হয়। অন্য সময় শুনি যখন তারা হারে তখন আর্নেস্তো ভালভার্দে (বার্সেলোনা কোচ) ও ফিলিপে কুতিনহোর (ব্রাজিলের ফুটবলার) ঘাড়ে দোষ চাপানো হয়। মেসিকে দোষ দেয়া হয় না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here