বিএনপি আলাদাভাবে ডাকলে যাবো : পার্থ

0
73

২০ দলীয় জোটের বৈঠকে যোগ না দিলেও বিএনপি আলাদাভাবে ডাকলে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ তাতে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন।

সোমবার (১৩ মে) ২০ দলীয় জোটের বৈঠকে না যাওয়ার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পার্থ এ কথা জানান।

তিনি বলেন, ২০ দলীয় জোটের বৈঠকে আমন্ত্রণ জানানো হলেও যোগ না দেয়াটা স্বাভাবিক ব্যাপার। কারণ আমি আগেই ২০ দল ছাড়ার ঘোষণা দিয়েছি। তবে বিএনপি যদি আমাকে আলাদাভাবে ডাকে তাহলে যেতে পারি। কারণ বিজেপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। সেই হিসেবে বিজেপির প্রধান হিসেবে আমি যেতেই পারি।

এর আগে সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট বৈঠক শুরু হয়।

বৈঠক অনুপস্থিত ছিলেন সদ্য জোট ত্যাগ করা বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ। এছাড়া লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদও বৈঠকে ছিলেন না।তবে দলের পক্ষে মহাসচিব রেদোয়ান আহমেদ উপস্থিত রয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here