ঝিনাইদহে কমলার আশাতীত ফলন

0
624

বাংলা খবর ডেস্ক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার চাঁপাতলা গ্রামের নার্সারি মালিক রফিকুল ইসলাম। ২০০২ সালে নার্সারির ব্যবসা ও পরবর্তীতে শুরু করেন মাল্টার চাষ। ২০১৬ সালের মাঝামাঝি সময়ে ভারত বেড়াতে গিয়ে সংগ্রহ করেন দার্জিলিং জাতের কমলার চারা। দেশে এনে মাল্টা বাগানের মাঝে মাঝে চারাগুলো রোপণ করেন। গত বছরের অক্টোবর মাস থেকে তিনি কমলা বিক্রি শুরু করেন।

কমলা চাষে আশাতীত সফলতা পেয়ে চলতি বছর আরও ৫ বিঘা জমি বর্গা নিয়ে দার্জিলিং জাতের কমলা চাষ করছেন। তার এই সফলতা দেখে এলাকার অনেক চাষি তার কাছ থেকে চারা কিনে চাষ শুরু করেছেন। মহেশপুর ছাড়াও বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে প্রতিদিন কিনতে আসছেন কমলার চারা। প্রতিদিনই শত শত দর্শনার্থীরা রফিকুলের বাগানে কমলা দেখতে ভিড় জমাচ্ছেন।

দর্শণার্থীদের একজন বলেন, আমরা কমলা খেয়েছি, বাজারের চীনা কমলার চেয়ে এগুলো সুস্বাদু।

সমতল ভূমিতে কমলা চাষ করে মানুষের ও নিজের ভাগ্য বদলাতে চান রফিক। তিনি বলেন, দার্জিলিং থেকে আমি শুধু ২০০ চারা এনেছিলাম, কমলা ধরল, আমি বিক্রিও করলাম। পরে বাংলাদেশে একটা সাড়া পড়ে গেল।

জেলার শীর্ষ কৃষি কর্মকর্তা জানান, চেষ্টা চলছে সম্ভাবনময় এ চাষকে সম্প্রসারণ করতে।

উপ-পরিচালক কৃপাংশু শেখর বলেন, কৃষি অফিসার নিয়ে আমরা ওখানে পরিদর্শন করেছি। উনারাও চেষ্টা করছেন যেন এ কমলা চাষ সারাদেশে ছড়িয়ে দেয়া যায়।

২০১৬ সালে ৪ বিঘা জমিতে ২শ’টি কমলা গাছের চারা লাগান। ইতোমধ্যে প্রায় ৬ লাখ টাকার কমলা বিক্রি করেছেন রফিকুল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here