“দায়ানাত সেন্টার অব আমেরিকা”

0
210

আবিদুর রহিম:
রমজানে আমরা চার রোজাদার গিয়ছিলাম মেরিল্যান্ডের লেনহেম এলাকার “দায়ানাত সেন্টার অব আমেরিকা” দেখতে। টার্কিশ ভাষার দায়ানাত মানে হচ্ছে দ্বীন, যার মানে দাঁড়ায় দ্বীনি সেন্টার বা ইসলামিক সেন্টার অব আমেরিকা। তুরস্কের সহযোগিতায় ২০১৩ সালে নির্মিত এই সেন্টারটি সম্ভবত আমেরিকার সবচেয়ে বড় মসজিদ কমপ্লেক্স। এখানে তুরস্কের “ব্লু মস্ক” এর আদলে নির্মিত সুদৃশ্য মসজিদ ছাড়াও আছে লাইব্রেরি, গবেষনা কেন্দ্র, ক্যাফেটরিয়া, ব্যায়ামাগার, সুইমিংপুল, গেষ্ট হাউস, টার্কিশ হাম্মাম খানা, বিশাল পার্কিং লট আর গোটা এলাকা জুড়েই সাজানো বাগান।




মসজিদের একটি বড় গম্বুজ ছাড়াও তিনদিকের পাঁচটি করে ১৫ টি ছোট গম্বুজ, বড় মুল গম্বুজটিকে ঘিরে চারটি মিনার আর মসজিদের মিহরাবের সামনের একটি অর্ধ গম্বুজ মিলে এটি স্থাপত্য শিল্পের অনন্য নিদর্শন! মুল মসজিদসহ কমপ্লেক্স এর ভিতরের প্রতিটি স্থাপনাতেই ষোড়শ শতকের অটোমান সাম্রাজ্যের স্থাপত্যশৈলীর বৈশিষ্ট্য নজর কাড়ে। আর মসজিদের ভিতরের গম্বুজ ও মিহরাবসহ চারপাশের দেয়ালের দামি পাথরের উপর শৈল্পিক কারুকাজ ওক্যালিগ্রাফি এক কথায় বিমোহিত করার মতো!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here