আসমানী নীল

0
306

রওশন হাসান
অপরাহ্নের শেষ লগ্নে সন্ধ্যা সমাগত প্রায়
আঁধারের রেখা কেবলই দিয়েছে দেখা
পীত লাল ঝরা পাতাদের উড়ন্ত সিম্ফনি বর্ণিল
ঘরমুখো পাখিরা ছুটছে চঞ্চল ডানায় উড্ডীন
দিগন্ত ছুঁয়ে নেমে এলো, শুভ্র মেঘের সন্নিবেশ
আমাদের গন্তব্য বেশী দূরে নয়, আকাশটা স্থাণু
দাঁড়িয়ে মেলানকোলিক l

অনতিদূরে দিঘীজল অন্তরঙ্গ উপকূলে বহে ধীর
নীল আঁচলে শীতল বইছে অবাধ্য হাওয়া শিরশির
প্রকৃতি পতনোম্মুখ নিরত আমাদের চারপাশ ঘিরে
আমার হলো সাধ তোমার আঙুলে পরবো আসমানী রঙ
আমার শূন্য ললাটজমিন, ভ্রুপল্লব চেয়ে থাকে
রোদহীন অরোধ্য উদগ্রীব
দুরন্ত এলোমেলো কালোকেশের শেষ সীমান্তে
তুমি এনে দিলে টুকরো নীলিমার নীলাভ দ্বীপ
বিরহী অভিমানী মৌসুম, উদাসী অখিল
কথাহীন বুঁদ তোমার চোখের তারায় ওঠে ছলকে
আমার সান্ধ্য গীতস্বরলিপি প্রবাহ দীপ l

নিউইয়র্ক, নভেম্বর ২০১৮

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here