ঝড়ের তাণ্ডবে নিহত বিএনপি নেতা আবদুস সোবহান

0
87

রাজশাহীর পুঠিয়ায় ঝড়ে খসে পড়া ইটের আঘাতে মারা গেছেন স্থানীয় বিএনপি নেতা আবদুস সোবাহান সরকার (৬৫)। শুক্রবার বিকেলে উপজেলার বানেশ্বর বাজারে এ ঘটনা ঘটে।

নিহত আবদুস সোবাহান সরকার বানেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি। তিনি ওই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।

পুঠিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিল আহমেদ বলেন, বিকেলে আবদুস সোবাহান সরকার বানেশ্বর বাজারে তার আড়তে বসেছিলেন। ওই সময় ব্যাপক ঝড়-বৃষ্টি শুরু হয়। ঝড়ের তাণ্ডবে ওপর থেকে খসে পড়া ইটের আঘাতে মাথায় মারাত্মক আঘাত পান তিনি। পরে দ্রুত তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া পথে তার মৃত্যু হয়।

এদিকে বিকেল ৫টার দিকে রাজশাহী জুড়েই ঝড়-বৃষ্টির খবর পাওয়া গেছে। এর মধ্যে বেশ কিছু এলাকায় ঝড়ে ঝরে পড়েছে আম। এছাড়া উঠতি বোরো ধানেরও ব্যাপক ক্ষতি হয়েছে। কোথাও কোথাও বৃষ্টিরও খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে এনিয়ে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।

অপরদিকে প্রচণ্ড ঝড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডের বেশ কয়েকটি গাছ ভেঙে পড়েছে
পরে সেগুলো সরিয়ে নেয়া হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here