বাণিজ্যিক যুদ্ধের কবলে ট্রাম্পকে ১৭২টি জুতা কোম্পানির চিঠি

0
478

চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ শুরুর বিষয়ে পদক্ষেপ নেয়ায় যুক্তরাষ্ট্রের জুতা শিল্পের সঙ্গে যুক্ত কোম্পানিগুলো দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লিখেছেন।

গত ১৩ মে চীনের আমদানিকৃত পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্পকে লেখা চিঠিতে জুতা কোম্পানিগুলো এসব পণ্যের তালিকা থেকে দ্রুত জুতাকে বাদ দেয়ার অনুরোধ করেছেন। চিঠিতে বলা হয়, এ শুল্ক আরোপ তাদের ভোক্তা, কোম্পানি এবং সর্বোপরি আমেরিকার অর্থনীতিতে ভয়াবহ প্রভাব ফেলবে।

১৭২ টি কোম্পানি, ব্রান্ড, খুচরা বিক্রেতার  ও হাজার হাজার কর্মচারীর পক্ষ থেকে লেখা ওই চিঠিতে যারা স্বাক্ষর করেছে তাদের মধ্যে আছে নাইকি, অ্যাডিডাস, কনভার্স, ফুট লকার, স্কেচার্স, ড মার্টিন্স, ড. স্কুলস, এলেন এডমন্ডস, ওলভারিন ওয়াল্ডওয়াইড ইত্যাদি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here