ভূমধ্যসাগরে আটকে আছে ৬৪ বাংলাদেশিসহ ৭৫ অভিবাসীবাহী

0
83

মানবাধিকার সংস্থা এফ.টি.ডি.ই.এস অভিযোগ করেছে, ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে ৭৫ অভিবাসীবাহী একটি নৌকাকে বন্দরে ভিড়তে দেয়া হচ্ছে না। এসব অভিবাসীবাহীর মধ্যে ৬৪ বাংলাদেশি আছে বলেও জানা গেছে।

সংস্থাটি জানায়, বিকল ইঞ্জিন নিয়ে ভূমধ্যসাগরে অভিবাসীবাহী নৌকাটি ভাসার সময় এটিকে তিউনিসিয়া কর্তৃপক্ষ আটকে দেয়। পরে মিশরের একটি টাগ বোট দিয়ে তাদের জাহাজে নিয়ে আসা হয়।

এ ব্যাপারে জাহাজের নাবিক জানান, ভূমধ্যসাগর থেকে উদ্ধার করা অভিবাসীদের জাহাজে আশ্রয় দেয়া হলেও তিউনিসিয়ার উপকূলীয় শহর জার্জিস বন্দরে ঢুকতে দেয়া হচ্ছে না। জাহাজটিতে প্রায় একশ’ জনের মতো রয়েছেন। আর মাত্র দুদিনের খাবার ও পানি আছে বলেও জানা তিনি।

জাহাজটিতে ৬৪ বাংলাদেশি ছাড়াও ৯ জন মিশর, একজন মরক্কো ও সুদানের এক নাগরিক রয়েছে বলেও জানা গেছে।

স্থানীয় সরকারের দাবি, কেন্দ্রীয় সরকারের সাহায্য ও অনুমতি ছাড়া নতুন কোনো অভিবাসীদের গ্রহণ করতে পারবে না তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here