দুই দিনের রাষ্ট্রীয় সফরে উত্তর কোরিয়ায় যাচ্ছেন শি জিনপিং

0
55

দুই দিনের এক রাষ্ট্রীয় সফরে উত্তর কোরিয়া যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এটি গত ১৪ বছরের মধ্যে উত্তর কোরিয়ায় কোনো চীনা নেতার প্রথম সফর হবে, আর ২০১২ সালে ক্ষমতা গ্রহণের পর শি-র প্রথম সফর।

বৃহস্পতিবার তিনি পিয়ংইয়ংয়ে গিয়ে দেশটির নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক করবেন বলে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানিয়েছে বিবিসি।

জাপানে জি-২০ শীর্ষ সম্মেলনের এক সপ্তাহ আগে উত্তর কোরিয়া যাচ্ছেন শি। জি-২০ শীর্ষ সম্মেলনে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন বলে ধারণা করা হচ্ছে।

উত্তর কোরিয়ার ক্ষমতায় আসায় পর থেকে এ পর্যন্ত চারবার চীন সফর করেছেন কিম। কিন্তু হু জিনতাওয়ের পর চীনের আর কোনো প্রেসিডেন্ট পিয়ংইয়ং সফর করেননি। ২০০৫ সালে জিনতাওয়ের সফরকালে উত্তর কোরিয়ার ক্ষমতায় ছিলেন কিমের বাবা কিম জং ইল।

উত্তর কোরিয়ার পারমাণবিক কার্যক্রমের কারণে দেশটির ওপর ধারাবাহিক নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতিসংঘ। পিয়ংইয়ংয়ের মিত্র বেইজিংও এসব নিষেধাজ্ঞায় সমর্থন দিয়েছে। তাই শিয়ের এ সফর দুই দেশের সম্পর্ক উন্নতিতে ভূমিকা রাখবে বলে পর্যবেক্ষকদের ধারণা।

উত্তর কোরিয়ায় শিয়ের এ সফরে ‘চীন-ডিপিআরকের সম্পর্কে নতুন অধ্যায় যোগ করবে’ বলে মন্তব্য করেছে চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি।

ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া (ডিপিআরকে) উত্তর কোরিয়ার দাপ্তরিক নাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here