ইমরানের আমন্ত্রণে পাকিস্তানে কাতারের আমির

0
675

প্রধানমন্ত্রী ইমরান খানের বিশেষ আমন্ত্রণে দু দিনের সফরে পাকিস্তানে পৌঁছেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানি। শনিবার রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটিতে কাতারের আমিরকে স্বাগত জানান প্রধানমন্ত্রী ইমরান খান। এ সময় ২১টি তোপধ্বনির মাধ্যমে তাকে সম্মান জানানো হয়। খবর ডন উর্দূ ও জিয়ো নিউজের।

কাতারের আমির পাকিস্তানে পৌঁছানোর আগে পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুর রহমান আল সানি ইসলামাবাদে পৌঁছান। এসময় পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি তাকে অভ্যর্থনা জানান।

পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র জানান, উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল নিয়ে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানি পাকিস্তানে এসেছেন। আমিরের সঙ্গে কাতারের কয়েকজন মন্ত্রী ও শীর্ষ পর্যায়ের কর্মকর্তা রয়েছেন।

২দিনের সফরে কাতারের আমির পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও প্রেসিডেন্ট আরিফ আলভির সঙ্গে বৈঠক করবেন।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও জানান, দু দেশের মধ্যে জোরালো ও লাভজনক অর্থনৈতিক সম্পর্কে গড়ে তোলার বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি কয়েকটি সমঝোতা স্মারক এবং চুক্তি স্বাক্ষর হবে।

এর আগে সর্বশেষ ২০১৫ সালে কাতারের আমির পাকিস্তান সফর করেছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here