একুশে পদক জয়ী ঝর্ণা ধারা চৌধুরী আর নেই

0
538

একুশে পদক ও ভারতের সর্বোচ্চ বেসামরিক পদক পদ্মশ্রী পুরস্কারে ভূষিত ঝর্ণা ধারা চৌধুরী (৮০) আর নেই। বৃহস্পতিবার ভোর ৬.৩৪ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি মারা গেছেন।

তিনি দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। নোয়াখালীর সোনাইমুড়ীর জয়াগ গ্রামের গান্ধী আশ্রম ট্রাস্টে স্ট্রোক করলে তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে আসা হয়।

ঝর্ণা ধারা চৌধুরী ১৯৩৮ সালের ১৫ অক্টোবর লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানায় জন্মগ্রহণ করেন। গান্ধী আশ্রম ট্রাস্টের সচিব ট্রাস্টি শ্রীমতি ঝর্ণা ধারা চৌধুরী ২০১৩ সালে ভারতের রাষ্ট্রীয় বেসামরিক সম্মান পদ্মশ্রী খেতাবে ভূষিত হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here