রিফাত হত্যায় ৭ জন গ্রেফতার: স্বরাষ্ট্রমন্ত্রী

0
80

বরগুনার রিফাত হত্যার ঘটনায় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। শিগগিরই মূল আসামিসহ সবাইকে ধরা হবে।

রবিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধী যেই থাকুক তাদের ছাড় দেওয়া হবে না। তাদের কোনো রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ও দেওয়া হয় না। সরকারের কাছে অপরাধী মানে অপরাধী। সে রাজনৈতিক নেতা কিনা সেটা বিবেচ্য নয়, প্রাধান্য নয়। বিবেচ্য হচ্ছে তার অপরাধ। সরকারি কর্মকর্তাদের কারো গাফলতি থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

আসাদুজ্জামান খাঁন বলেন, এ ঘটনা কোনো সভ্য বা সুস্থ মস্তিষ্কের কাজ নয়, অসুস্থ মানুষ, অসভ্য মানুষ এ ঘটনা ঘটিয়েছে। ঘটনাটা হটাৎ করে ঘটিয়েছে। তবে এ ধরনের ঘটনা আমরা এর আগে দেখেছি বিশ্বজিৎ হত্যাকাণ্ডে। সেখানে আসামিরা ধরা পড়েছে। তাদের বিচার প্রক্রিয়াধীন। তবে যারা ছাড়া পেয়েছে তারা আইনি প্রক্রিয়ায় ছাড়া পেয়েছে। এখানে আমাদের বলার কিছু নেই। যে ঘটনা ঘটিয়েছে সে এখনও বিচারাধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here