জাতীয় ঐক্যফ্রন্ট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা কাদের সিদ্দিকীর

0
68

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গড়ে রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্ট থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা দিলেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

বঙ্গবীর কাদের সিদ্দিকীর মতে, জাতীয় ঐক্যফ্রন্ট নামে যে জোট তারা গড়েছিলেন, নির্বাচনের পর গত সাত মাসে তার কোনো অস্তিত্ব এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। জাতীয় কোনো সমস্যাকে তারা তুলে ধরতে পারছে না। এরকম একটি জোট যে আছে তা দেশের মানুষ জানেই না বলেও মন্তব্য করেন তিনি।

সংসদ নির্বাচন-পরবর্তী বিভিন্ন ইস্যুতে জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দলগুলোর মধ্যে অসন্তোষ সৃষ্টি হলে ঐক্যফ্রন্টে ছাড়ার হুঁশিয়ারি দেন কাদের সিদ্দিকী। ঐক্যফ্রন্ট পরিচালনায় বিস্তর অসঙ্গতি রয়েছে বলেও সে সময় মন্তব্য করেন তিনি। ৮ জুনের  মধ্যে এ সংক্রান্ত ব্যাখ্যা চেয়ে ৫ মে ড. কামালকে চিঠি লেখেন কাদের সিদ্দিকী।

নির্ধারিত সময়ের মধ্যে ব্যাখ্যা না পেলে ঐক্যফ্রন্ট থেকে কৃষক শ্রমিক জনতা লীগকে প্রত্যাহার করে নেওয়ার ঘোষণাও দেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here