বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৫

0
77

বন্যায় দেশের বিভিন্ন স্থানে এ পর্যন্ত ২৫ জন মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। গত ২৪ ঘণ্টায় মারা গেছে তিন জন।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, ১০-১৬ জুলাই পর্যন্ত সাত দিনে ২৫ জন মারা গিয়েছে। এর মধ্যে পানিতে ডুবে ১৮ জন, সাপের কামড়ে দু’জন এবং বজ্রাঘাতে ৫ জন মারা গেছেন।

এর মধ্যে রয়েছে লালমনিরহাটে তিন জন, নেত্রকোনায় সাত জন, নীলফামারীতে দুই জন, চট্রগ্রামে এক জন, সুনামগঞ্জে দু’জন, কক্সবাজারে একজন, কুড়িগ্রামে তিন জন, জামালপুরে চার জন এবং গাইবান্ধায় দু’জন ।

ডায়রিয়াতে আক্রান্ত হয়েছেন এক হাজার ৮০ জন, সড়ক র্দুঘটনায় ৪৫৬ জন, বজ্রপাতে পাঁচ জন, সাপের কামড় খেয়ে ১১ জন, পানিতে ডুবে মারা গিয়েছে ১৮ জন, চর্মরোগে আক্রান্ত হয়েছেন ২৮৫ জন, চোখের প্রদাহে ৯৫ জন এবং অন্যান্য কারণে আক্রান্ত হয়েছেন এক হাজার ৭৭ জন।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়েশা আখতার জানান, বন্যা কবলিত ২০টি জেলার মোট ১৭৪টি উপজেলায় এক হাজার ৩১৬ টি আশ্রয়কেন্দ্রের জন্য মেডিক্যাল টিমের এক হাজার ৯৫৮ জন সদস্য কাজ করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here