আটক ব্রিটিশ জাহাজের তদন্ত ক্রুদের ওপর নির্ভর

0
62

ক্রুদের সহযোগিতার ওপর নির্ভর করছে আটক ব্রিটিশ পতাকাবাহী জাহাজের তদন্তের গতি। জাহাজ ফিরিয়ে দেয়ার আহ্বান উপেক্ষা করে ইরানের পক্ষ থেকে রবিবার এ কথা বলা হয়েছে।

ইরানের ইসলামিক রিভ্যুলশনারি গার্ড শুক্রবার আন্তর্জাতিক নৌ আইন অমান্য করায় বন্দর আব্বাস থেকে স্টিনা ইমপেরো নামের ব্রিটিশ পতাকাবাহী একটি জাহাজ আটক করে। জাহাজে ক্রু সংখ্যা ২৩ এর মধ্যে ক্যাপ্টেনসহ ভারতের ১৮ জন। তিনজন রাশিয়ান, একজন লাটভিয়ান ও একজন ফিলিপিনো।

হরমুজগান বন্দর প্রদেশ ও নৌ অথরিটির উর্ধ্বতন কর্মকর্তা আল্লাহ মুরাদ আফিপুর বলেন, ক্রুর সকলেই ভালো আছে। তারা জাহাজেই আছে। আর জাহাজটি নিরাপদ স্থানে নোঙর করা হয়েছে।

প্রেস টিভিকে তিনি আরো বলেন, আমরা তাদের প্রয়োজন মেটাতে প্রস্তুত। কিন্তু জাহাজ সম্পর্কে আমাদেরকে তদন্ত করতে হবে।

তিনি বলেন, আর এই তদন্তের গতি নির্ভর করছে ক্রুদের সহযোগিতার ওপর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here