চেক বাউন্সের মামলায় বিশ্বজিৎ চক্রবর্তীর ৬ মাসের কারাদণ্ড

0
123

চেক বাউন্সের একটি মামলায় ভারতীয় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে এখন তিনি জামিনে রয়েছেন। এ বিষয়ে অবশ্য কোনো মন্তব্য করতে চাননি ওই অভিনেতা। তিনি জানিয়েছেন যা বলার তা তার আইনজীবী জানাবেন।

এ বিষয়ে বিশ্বজিতের আইনজীবী সৈকত দত্ত মজুমদার জানান, নিয়ম অনুযায়ী কোনো অপরাধে কারও দুই বছর বা তার কম সাজা হলে তৎক্ষণাৎ আদালত তাকে জামিনে মুক্তি দেন। এ ক্ষেত্রেও তার মক্কেল জামিন পেয়েছেন।

গত শুক্রবার আলিপুরের মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট শুভদীপ চৌধুরী এ রায় দেন।

রায়ে বলা হয়, বিশ্বজিৎ চক্রবর্তী যে টাকা ধার নিয়েছিলেন, তা ফেরত দেয়ার পাশাপাশি অতিরিক্ত ৩০ শতাংশ দিতে হবে। না দিলে আরও ছয় মাসের কারাবাসের নির্দেশ দেবেন আদালত।

এক মাসের মধ্যে ওই রায়ের বিরুদ্ধে আপিল মামলাও দায়ের হবে বলে ওই আইনজীবী জানান।

জানা গেছে, ২০১৫ সালে একটি সংস্থার কাছ থেকে ১০ লাখ টাকা ধার নেন বিশ্বজিৎ চক্রবর্তী। তবে ধার শোধ করতে ওই সংস্থাকে যে কয়েকটি চেক দেন তিনি, সেগুলো ব্যাংকে জমা দেয়ার পর বাউন্স করে। অর্থাৎ অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা ছিল না।

এ ঘটনায় ২০১৭ সালে ওই অভিনেতার বিরুদ্ধে আলিপুর আদালতে মামলা করেন সংস্থার কর্মকর্তা দর্শন খামানি। দুই বছর মামলা চলার পর কয়েকদিন আগে শুনানি শেষ হয়। শুক্রবার রায় দেন বিচারক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here