নীলফামারীতে বিএনপির ৩০ নেতাকর্মী কারাগারে

0
56

নীলফামারীতে সন্ত্রাস ও নাশকতার মামলায় বিএনপির ৩০ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (২১ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজাউল করিমের আদালতে হাজির হয়ে জামিন চাইলে, নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ১৭ আগস্ট সন্ধ্যায় জামায়াত নেতা মহিউর রহমানের নেতৃত্বে নিজ বাসায় নাশকতার পরিকল্পনার সময় ৫ জনকে আটক করে পুলিশ। এসময় পালিয়ে যায় বিএনপির ৬০ নেতাকর্মী। এ ঘটনায় জামায়াত-শিবির ও বিএনপির বেশ কয়েকজনের নাম উল্লেখ কোরে ডিমলা থানায় নাশকতার মামলা করে পুলিশ। পরবর্তীতে এ মামলায় বিএনপি-জামাতের ৭৫ নেতাকর্মীর নামে চার্জশিট দেন তদন্ত কর্মকর্তা।

ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজ উদ্দিন শেখ জানান, উপজেলার খালিশা চাপানী ইউনিয়নে সংঘবদ্ধ হয়ে সন্ত্রাস ও নাশকতা সৃষ্টির চেষ্টা করছিলেন তারা। এ ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়েরের পর তিন মাস আগে আদালতে চার্জশিট দেওয়া হয়। ওই মামলায় ৭০ জনকে আসামি করা হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here