সাভারে সাত ফার্মেসিকে ১০ লাখ টাকা জরিমানা

0
49

সাভারের আশুলিয়ায় মেয়াদোত্তীর্ণ ও আমদানি নিষিদ্ধ ওষুধ বিক্রিসহ নানা অভিযোগে ৭টি ফার্মেসিকে ১০ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২১ জুলাই) দুপুরে বলিভদ্র বাজার এলাকার বিভিন্ন ফার্মেসিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ওষুধ অধিদপ্তর ও র‌্যাব যৌথ অভিযান চালায়।

এসময় মেয়াদোত্তীর্ণ ও আমদানি নিষিদ্ধ ওষুধ বিক্রিসহ নানা অভিযোগে আলী ফার্মেসীকে ৪ লাখ, আবেদীন ফার্মেসিকে ৪ লাখ ও শান্তা ফার্মেসিসহ ৭টি ওষুধের দোকানকে ১০ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন জানান, অভিযানে আশুলিয়ার বলিভদ্র বাজার এলাকার বিভিন্ন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও আমদানি নিষিদ্ধ ওষুধ পান তাঁরা। এ ছাড়া বিভিন্ন ধরনের ভ্যাকসিন নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ না করে খোলামেলাভাবে মজুদ ও বিক্রি করে আসছিলেন এসব ফার্মেসির ব্যবসায়ীরা। এমনকি ফার্মাসিস্ট সনদ ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই তাঁরা ওষুধ বিক্রি করছিলেন। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here