গ্রামীণফোনের শীর্ষ পাঁচ কর্মকর্তার ছাঁটাই

0
222

বাংলা খবর ডেস্ক: মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের শীর্ষ পর্যায়ের পাঁচজন কর্মকর্তাকে আকস্মিক ছাঁটাই করা হয়েছে।

সম্প্রতি ‘জেনারেল এমপ্লয়ীজ ইউনিয়ন গ্রামীণফোন’ নামের এই ট্রেড ইউনিয়নের সভাপতি আহমেদ মঞ্জুরুদ্দৌলা, সাধারণ সম্পাদক সুব্রত কুমার দাস, সাংগঠনিক সম্পাদক মীর ইফতিয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন মিয়া এবং সদস্য মো. জসিমদ্দিনকে মেইলে ‘অব্যাহতিপত্র’ একসঙ্গে পাঠানো হয়।

সংশ্লিষ্টরা বলেছেন, এ ছাঁটাইয়ের ফলে সংগঠনটি কার্যত মুখ থুবড়ে পড়ল। সংগঠনটি বলছে, সম্পূর্ণ বেআইনিভাবে টার্মিনেশন লেটার পাঠানো হয়েছে।

এর প্রতিবাদে শনিবার বিকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে জেনারেল এমপ্লয়ীজ ইউনিয়ন গ্রামীণফোন। সেখানে সংগঠনটি আজ থেকে আন্দোলনে যাওয়ার ঘোষণা দেয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেনারেল এমপ্লয়ীজ ইউনিয়নের সভাপতি আহমদ মঞ্জুরুদ্দৌলা। এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক নেতা মনজুরুল আহসান খান, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সহসভাপতি মাহাবুবুল আলম, বেসরকারি ব্যাংক এমপ্লয়ীদের সংগঠন ব্যাংকার্স ইউনিটির উপদেষ্টা আবদুল্লাহ ক্বাফী রতন, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক জলি তালুকদার, শ্রমিক নেতা মঞ্জুর মঈন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here