ভাসমান ঈদগাহ! (ভিডিও)

0
353

সিরাজগঞ্জের উল্লাপাড়ার বড়পাঙ্গাসীতে ভসমান ঈদগাহে এবার তিন হাজার মুসল্লী নামাজ আদায় করবে।  চলনবিল বেষ্টিত ভাসমান ঈদগাহে তিনটি গ্রামের মানুষ ঈদের নামাজ আদায় করবেন।  চলতি বছরের জুন মাসে ওই ঈদগাহর নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।

তবে ২০১৮ সালে অসম্পূর্ণ ওই ঈদগাহে স্থানীয় উৎসাহী ও কৌতূহলী মানুষ প্রথমবার ঈদের নামাজ আদায় করেন।  এবছর পরিকল্পনা অনুযায়ী ঈদগাহের কাজ সম্পন্ন হয়েছে। ফলে চারদিকে বিস্তৃত পানির ওপরে নান্দনিক এই দ্বিতল ঈদগাহটি এবার এ অঞ্চলের মানুষের কাছে আরও চমক সৃষ্টি করেছে।

আলোকসজ্জিত ভাবে সাজানো হচ্ছে ঈদগাহ মাঠটি। আগামীকাল সোমবার এখানে নরসিংহপাড়া, শুকলহাট ও শুকলাই গ্রামের প্রায় তিন হাজার মানুষ ঈদের নামাজ আদায় করবেন বলে জানা গেছে।

তিন গ্রামের লোকজন ছাড়াও পার্শ্ববর্তী গ্রামের মুসল্লীরা এখানে উৎসাহী হয়ে নামাজ আদায় করতে আসেন বলে স্থানীয়রা জানান।

আফজাল হোসেন, বকুল হোসেন বলেন, স্থানীয় বাসিন্দা মোস্তফা জাহাঙ্গীর এই দ্বিতল ঈদগা মাঠ নির্মাণের উদ্যোগ নেন। পরে স্থানীয় তিন গ্রামের মানুষের সহযোগিতায় নির্মাণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here