কুর্দিশ ৩ মেয়র বরখাস্ত!

0
60

কুর্দিশ সন্ত্রাসীদের সঙ্গে যোগসাজশের অভিযোগে তিনজন নির্বাচিত মেয়রকে বরখাস্ত করেছে তুরস্ক। এ ছাড়া চার শতাধিক লোককে আটক করা হয়েছে। বরখাস্ত হওয়া এই তিন মেয়র গত মার্চে নির্বাচিত হয়েছেন। তাদের বিরুদ্ধে সন্ত্রাসী প্রচার ও সন্ত্রাসীদের অর্থসহায়তার অভিযোগ তোলা হয়েছে।

আংকারা বলছে, অবৈধ কুর্দিশ ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সঙ্গে সংশ্লিষ্টতার দায়ে বহু লোককে আটক করা হয়েছে।

এতে কুর্দিশ প্রধান দক্ষিণ-পূর্বাঞ্চলে উত্তেজনা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। সোমবার তুরস্কজুড়ে ২৯ প্রদেশে অভিযান চালিয়েছেন কর্মকর্তারা।

আটকদের মধ্যে দিয়ারবাকির, মারডিন ও ভ্যানপ্রদেশের মেয়ররা রয়েছেন। গত মার্চের নির্বাচনে ব্যাপকসংখ্যক ভোটের ব্যবধানে তার বিজয়ী হয়েছিলেন।

তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানায়, স্থানীয় সড়ক ও পার্কের নতুন নামকরণ ও সন্ত্রাসীদের স্বজনদের চাকরির প্রস্তাব দেয়ার অভিযোগ তোলা হয়েছে তাদের বিরুদ্ধে।

মন্ত্রণালয় আরও জানায়, বিচারিক ও প্রশাসনিক তদন্তের মাধ্যমে সন্ত্রাসী সংগঠনের সম্পৃক্ততায় পাওয়ায় তাদের বরখাস্ত করা হয়েছে।

দিয়ারবাকিরের মেয়র সেলুক মিজরাকলি বলেন, এ সিদ্ধান্তের মাধ্যমে তুরস্কের সরকার জনগণের ইচ্ছাকে অগ্রাহ্য করেছে।

দেশটির সেকিউলার রিপাবলিকান পিপলস পার্টির ভাইস প্রেসিডেন্ট ওজগুর ওজেল বলেন, ক্ষমতাসীন একে পার্টি ফের গণতন্ত্রের বদলে ফ্যাসিবাদকেই পছন্দ করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here