কাশ্মীর ইস্যুতে অবস্থান জানাল বাংলাদেশ

0
94

কাশ্মীর ইস্যুকে ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে মনে করে বাংলাদেশ। বুধবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ মনে করে ৩৭০ ধারা বাতিল ভারতের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশ সব সময়ই নীতিগতভাবে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার নীতিতে বিশ্বাসী। বাংলাদেশ একই সঙ্গে মনে করে যে, সব দেশেরই উচিত উন্নয়নকে গুরুত্ব দেয়া।’

সোমবার রাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর বাংলাদেশ সফরে আসেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বুধবার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে দেখা করেন।

এ সময় অক্টোবরে দ্বিপক্ষীয় সফরে ভারতে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণপত্র তুলে দেন জয়শঙ্কর। বুধবার সকালে বাংলাদেশ ত্যাগ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here