আসামে ১৪৪ ধারা জারি

0
52

বাংলা খবর ডেস্ক: ভারতের স্থানীয় সময় আজ সকাল ১০টায় অনলাইনে প্রকাশিত হচ্ছে আসামের চূড়ান্ত নাগরিক তালিকা (এনআরসি)। আর সেদিকেই তাকিয়ে আসামের ৪১ লক্ষ মানুষ, যাদের নাম এনআরসি-র শেষ প্রকাশিত তালিকায় নেই। কঠোর নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা রাজ্য।

মোতায়েন করা হয়েছে ১০ হাজার আধাসামরিক বাহিনী ও পুলিশ। এই নাগরিক তালিকা প্রকাশের পর উদ্বেগজনক পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং বিশৃঙ্খলা ঠেকাতে এরই মধ্যে রাজ্যের অধিকাংশ স্থানে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল রাজ্যবাসিকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন। এই তালিকায় নাম না থাকলেই তিনি ‘বিদেশি’ বলে গণ্য হবেন না। ফরেনার্স ট্রাইব্যুনাল, তার পর হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে আবেদন জানানোর সুযোগ থাকছে। আর তাই অকারণ আতঙ্ক বা গুজব ছড়ানো থেকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে আসাম প্রশাসন। কিন্তু তাতেও যে অশান্তির আশঙ্কা পুরোপুরি এড়ানো যাচ্ছে না, তা বুঝেই আরও ২০,০০০ অতিরিক্ত আধাসামরিক বাহিনী আসামে পাঠিয়েছে মোদি সরকার। গুয়াহাটি-সহ একাধিক স্পর্শকাতর এলাকায় বড় কোনও জমায়েত রুখতে জারি হয়েছে ১৪৪ ধারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here