সাব-রেজিস্ট্রারের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল

0
68

বাংলা খবর ডেস্ক: সিরাজগঞ্জের শাহজাদপুরের সাব-রেজিস্ট্রার ও তার কার্যালয়ের কিছু কর্মচারীর ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

ভিডিওতে সাব-রেজিস্ট্রার সুব্রত কুমার দাস ও নকল নবিশ সুমনসহ বেশ কয়েকজন অসাধু ও দুর্নীতিগ্রস্ত কর্মচারীকে দলিল গ্রহীতাদের কাছ থেকে সরাসরি ঘুষ নিতে দেখা গেছে।

এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা রেজিস্ট্রার আবুল কালাম মঞ্জুরুল ইসলাম তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন।

তবে সাব- রেজিস্ট্রার সুব্রত কুমার দাস ঘুষ গ্রহণের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “আমি ঘুষ নিই না, আমার অফিসে কোনো প্রকার ঘুষ নেওয়া হয় না। আপনারা যা শুনেছেন তা সঠিক নয়। একটি মহল আমার বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে।”

সাব-রেজিস্ট্রার ও তার কার্যালয়ের কিছু কর্মচারীদের ঘুষ গ্রহণের ভিডিও

সিরাজগঞ্জের শাহজাদপুরের সাব-রেজিস্ট্রার ও তার কার্যালয়ের কিছু কর্মচারীদের ঘুষ গ্রহণের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। এরপরই এ ঘটনার তদন্ত শুরু করেছেন জেলা রেজিস্ট্রার আবুল কালাম মঞ্জুরুল ইসলাম। তদন্ত শুরুর পর থেকে সাব-রেজিস্ট্রারসহ অন্যরা ভিডিও প্রচারকারীকে ভয়ভীতি দেখাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।সূত্র – বাংলা ট্রিবিউন

Posted by Muhammad Barkat Ullah on Friday, August 30, 2019

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here